অর্থমন্ত্রীর প্রত্যাশার পরদিন বাজারে গিয়ে হতাশ সাধারণ মানুষ
- আপডেট সময় : ০৫:২০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
বাজেটে জনজীবনে স্বস্তি ফিরবে, অর্থমন্ত্রীর এমন প্রত্যাশার পরদিন বাজারে গিয়ে হতাশ সাধারণ মানুষ। তারা বলছেন, প্রতিদিনই বাড়ছে নিত্যপণ্যের দাম। ক্রমেই তা চলে যাচ্ছে নাগালের বাইরে। এদিকে বাজেট ঘোষণার দিন সরকার ভোজ্য তেলের দাম লিটারে ৭ টাকায় বৃদ্ধি করায় বাজারে ক্রেতা বিক্রেতা উভয় পক্ষ ক্ষুব্ধ। বর্তমানে প্রতি লিটার সয়াবিন তেল ২০৫ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে অন্য নিত্য পণ্যের বর্ধিত দাম অব্যাহত রয়েছে।
বাজেট ঘোষণা দিনেই তেলের দাম ৭ টাকা বাড়িয়েছে সরকার। এতে এক লিটার তেল বিক্রি হচ্ছে ২০৫ টাকা।
বেসামাল ভোজ্য তেলের দামের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছে দেশের সাধারণ মানুষ। মধ্য ও নিম্ন আয়ের মানুষের ওপর নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে আরেক আপদ হয়ে দাঁড়িয়েছে তেল।
ভোজ্যতেলের দফায় দফায় দাম বৃদ্ধিতে বিপাকে পরেছেন সাধারণ খুচরা ব্যাবসায়ীরা
বাজেটে জনজীবনে স্বস্তি ফিরবে অর্থমন্ত্রীর এমন প্রত্যাশায়, হতাশ সাধারণ মানুষ। প্রতিদিনই বাড়ছে নিত্যপণ্যের দাম। জনসাধারণের ব্যয় আরও বেড়ে যাবে বলে হতাশ তারা।
কাচাঁবাজারে সব জিনিষের দাম নাগালের বাইরে। সরবরাহ না থাকায় এ সপ্তাহে বেড়েছে গাজর ও শসার দাম। তবে বেশিরভাগ সবজির দাম আগের মতোই আছে বলে জানাচ্ছেন বিক্রেতারা।
অপরিবর্তিত রয়েছে মাছ ও মুরগির দাম। দামের হেরফের দেখা গেছে আমদানি করা রসুন ও ফার্মের মুরগির ডিমের দরে। পেঁয়াজ বিক্রি হচ্ছে একই দরে ৩৫ থেকে ৪০ টাকায়।
দাম নিয়ন্ত্রণে ও স্বস্তি ফিরিয়ে আনতে সব পর্যায়ের তদারকি জরুরি বলে মনে করছেন ক্রেতারা।