১৯৫ কোটি টাকা পাচারের দায়ে সম্রাটের বিরুদ্ধে মামলা
- আপডেট সময় : ০৭:০০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ক্যাসিনো থেকে অর্জিত অর্থ সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাচারের দায়ে যুবলীগের বহিস্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। এই মামলার অপর আসামি সম্রাটের সহযোগী এনামুল হক আরমান।
রমনা থানায় বাদী হয়ে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এ মামলা করেছেন সিআইডির অর্গানাইজ ক্রাইম বিভাগের সহকারী পরিদর্শক রাশেদুর রহমান। সিআইডির মিডিয়া উইং এ তথ্য নিশ্চিত করেছে। মামলার বিবরণীতে আছে, ক্যাসিনোকান্ডের সম্রাট রাজধানীর মতিঝিল ও এর আশপাশের এলাকায় প্রভাব খাটিয়ে অবৈধ পন্থায় অর্থ উপার্জন করতেন। তার অর্জিত এই অর্থের পরিমাণ ১৯৫ কোটি টাকা। এই টাকার আয়ের উৎস গোপন করে পাঠানো হয় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায়। এই কাজে সহযোগী ছিলেন এনামুল হক আরমান। এমন তথ্য প্রমাণ পাওয়া গেছে সিআইডির অনুসন্ধানে। ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত সম্রাট মালয়েশিয়া, দুবাই ও হংকংয়ে দফায় দফায় যাতায়াত করেছেন। তার সহযোগী আরমান সিঙ্গাপুরে গেছে পঁচিশবার। সম্রাটের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও জ্ঞাত আয় বহির্ভূত অর্থ উপার্জনের অভিযোগে দুদকের করা একটি মামলা তদন্তাধীন। এর আগে সম্রাটের বিরুদ্ধে আনা দুদকের দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জন অভিযোগের মামলায় তার স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত।