অর্ধেকেরও কম চিকিৎসক দিয়ে চলছে বাগেরহাটের জেলা হাসপাতাল
- আপডেট সময় : ১০:৪৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪
- / ১৬৭৪ বার পড়া হয়েছে
অর্ধেকেরও কম চিকিৎসক ও জনবল দিয়ে চলছে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতাল। প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক ও রোগ নির্ণয়ের ব্যবস্থা না থাকায় রোগীদের যেতে হচ্ছে খুলনা ও ঢাকার বিভিন্ন হাসপাতালে। ফলে ভোগান্তি যেমন বাড়ছে, তেমনি বাড়ছে চিকিৎসা খর
টিকিট কাউন্টার, চিকিৎসকের কক্ষ, ফার্মেসি সর্বত্রই উপচে পড়া ভীড়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়ে টিকিট কেটেও কাঙ্খিত সেবা পাচ্ছেন না রোগীরা। বাধ্য হয়ে উন্নত চিকিৎসার আশায় যেতে হচ্ছে রাজধানী ঢাকা বা খুলনায়। এ চিত্র জেলার ১৮ লক্ষাধিক মানুষের প্রধান চিকিৎসা কেন্দ্র বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২৫০ শয্যা হাসপাতালে ৫৬টি চিকিৎসক পদের মধ্যে ৩০টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে সহকারি পরিচালক, কনসালটেন্ট চক্ষু, এ্যানেসথেশিয়া, সার্জারী, কার্ডিওলজির মত গুরুত্বপূর্ণ পদও রয়েছে। অপরদিকে নার্সের ১০৯টি পদের মধ্যে ২৮টি এবং ২য়, ৩য় ও ৪র্থ শ্রেনির ৪৪ টি পদ এখনো খালি ।রোগী ও স্বজনদের অভিযোগ, বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় সামান্য জটিলতায় রোগীদের স্থানান্তর করা হয় খুলনা মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে।
বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হলেও নানা সংকটে ভুগছে জেলা হাসপাতাল বলে জানালেন এই নাগরিক নেতা।
তবে জনবল সংকট ও নানা প্রতিকূলতার মধ্যেও সাধ্যমত স্বাস্থ্য সেবা দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান হাসপাতালের শীর্ষ কর্মকর্তা।
১৯৭০ সালে ৫০ শয্যা নিয়ে যাত্রা শুরু করে হাসপাতালটির। ১৯৯৭ সালে ১০০ শয্যায় এবং ২০২২ সালের মে মাসে ২৫০ শয্যায় উন্নিত করা হয় এই হাসপাতালটিকে।