অসংখ্য বালু বোঝাই ট্রাক চলাচলে খানাখন্দে ভরে গেছে গোপালগঞ্জের কাশিয়ানী মহাসড়ক
- আপডেট সময় : ০৩:৫২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১
- / ১৬২৯ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কাশিয়ানীতে অসংখ্য বালু বোঝাই ট্রাক চলাচল করায় খানাখন্দে ভরে গেছে গোপালগঞ্জ-ভাটিয়াপাড়া-কালনা-নড়াইল-যশোর মহাসড়কের সাড়ে তিন কিলোমিটার এলাকা। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রী ও যানবাহন চালক। বারবার সংস্কার করা হলেও, বালু ব্যবসায়ীদের কারণে তা ঠিক রাখতে পারছেনা সংশ্লিষ্টরা।
যশোর, নড়াইল, সাতক্ষীরাসহ দক্ষিন-পশ্চিমাঞ্চলের জেলা থেকে ঢাকাসহ বিভিন্ন এলাকায় যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ পথ হলো গোপালগঞ্জ-ভাটিয়াপাড়া-কালনা-নড়াইল-যশোর মহাসড়ক। কালনা ফেরিঘাট থেকে ভাটিয়াপাড়া মোড় পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার সড়কের পাশে রয়েছে শতাধিক বালুর চাতাল। এখান থেকে বালু আনা-নেয়া করে ১০ চাকার লড়িসহ অসংখ্য ট্রাক। বৃষ্টি হলে খানাখন্দে পানি ও কাদায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে মহাসড়কটি।
মাঝে মধ্যে ছোট-খাটো সংস্কার হলেও, তা কোনো কাজে আসে না। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। দ্রুত মেরামতের দাবি জানিয়েছে যাত্রীরা।
সড়কটি ঠিক রাখতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন বলে মনে করে, সড়ক বিভাগ।
মহাসড়কটি মেরামতে বেশি বরাদ্দের প্রয়োজন বলে মনে করেন, ইউএনও।
এই গুরুত্বপূর্ন মহাসড়কের পাশ থেকে বালুর চাতাল সরানোর দাবি জানিয়েছে স্থানীয়রা।