অসময়ে তরমুজ চাষ করে ব্যাপক সফল নেত্রকোনার নির্মল
- আপডেট সময় : ০৫:৩১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
- / ১৮৬৫ বার পড়া হয়েছে
এই প্রথম-অসময়ে তরমুজ চাষ করে এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে নেত্রকোনার বেকার যুবক নির্মল সরকার। ফলন ভাল হওয়ায় উপযুক্ত মুল্য পাওয়ার আশা করছেন তিনি। তার দেখাদেখি বর্ষাকালে তরমুজ চাষ করতে আগ্রহ প্রকাশ করছেন অন্য কৃষকরাও। কৃষি বিভাগের সহযোগিতায় ভবিষ্যতে এর আবাদ আরো বাড়বে বলে মনে করেন কৃষি কর্মকর্তারা।
নেত্রকোনা সদর উপজেলার হাইলোরা গ্রামের নির্মল সরকার কৃষি বিভাগের পরামর্শে বর্ষাকালে নিজের ৩৩ শতাংশ পতিত ভিটায় চাষ করেন তরমুজ। এতে ফলনও মিলেছে ভাল। এখন বাজারে উপযুক্ত মূল্য পাওয়ার আশা করছেন তিনি। তার দেখাদেখি অসময়ে তরমুজ চাষে এখন আগ্রহ বাড়ছে এলাকার অন্য কৃষকদেরও।
নেত্রকোনা সদর উপজেলার পাশাপাশি- আটপাড়া, পূর্বধলা ও বারহাট্টা উপজেলায় কৃষি নিবিড়তা বৃদ্ধি প্রকল্পের আওতায় ১১টি প্রদর্শনী ক্ষেতে প্রথমবারের মতো তরমুজ চাষ করা হয়। আনারকলি জাতের এই তরমুজ চাষে কৃষকদের প্রশিক্ষণও দেয়া হচ্ছে। এতে লাভবান হবে কৃষকরা।
জেলায় বর্ষাকালের তরমুজ চাষে কৃষকদের সার-বীজসহ বিভিন্নভাবে সহযোগিতা করছে কৃষি বিভাগ। ভবিষ্যতে বর্ষার তরমুজ আবাদ সম্প্রসারণের আশা উপ-পরিচালকের।
বর্ষাকালীন তরমুজ জনপ্রিয় হলে এবং লাভজনক দাম মিললে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানীও সম্ভব হবে। এতে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে বলে মনে করেন কৃষিবিদরা।