অসমাপ্ত আত্মজীবনী প্রকাশের পর ইতিহাস বিকৃতির হাত থেকে কিছুটা রক্ষা পেয়েছে জাতি
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রকাশের পর ইতিহাস বিকৃতির হাত থেকে কিছুটা রক্ষা পেয়েছে জাতি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকাল গণভবনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী’র ব্রেইল সংস্করণের মোড়ক উম্মোচন করে এ কথা বলেন তিনি। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এই বইয়ের সংস্করণ দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য প্রকাশ করা হয়েছে। এই বই যেন সব লাইব্রেরিতে পাওয়া যায় সে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।