অসহায় মানুষের পাশে সামর্থ্যবানদের দাঁড়ানোর মধ্যেই ঈদের সার্থকতা : তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৪৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ঈদের আনন্দ উপভোগ করতে পারে না-এমন অসহায় মানুষের পাশে সামর্থ্যবানদের দাঁড়ানোর মধ্যেই ঈদের সার্থকতা নিহিত।
সকালে রাজধানীতে সরকারি বাসভবনে ঘরোয়াভাবে আয়োজিত ঈদের জামাত শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ করোনা দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম হবো। যার যার অবস্থান থেকে কাজ করলে দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। এবারের ঈদের প্রেক্ষাপটের ভিন্নতা তুলে ধরে ড. হাছান বলেন, করোনার কারণে পরিবর্তিত পরিস্থিতিতে চিরাচরিত প্রথা ভেঙে, কোলাকুলি-করমর্দন না করে মানুষকে ঈদ উদযাপন করতে হচ্ছে। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, মানুষের জীবন ও জীবিকা রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছেন।