অসুস্থ্য পশুপাখির মাংস না খাওয়ার জন্য সবার প্রতি অনুরোধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
দেশে ৭৪ জনের নমুনা পরীক্ষা করা হলেও কারো শরীরে করোনা ভাইরাস সংক্রমন পাওয়া যায়নি বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
দুপুরে, ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, মানুষের পাশাপাশি দেশের কোন পশুপাখিও করোনা ভাইরাস আক্রান্ত নয়। তবে অসুস্থ্য পশুপাখির মাংস না খাওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানান ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি গুজবে কান না দেয়ার এবং করোনা নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন।