অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেও জিতেছে শ্রীলংকা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৯:০০ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেও জিতেছে শ্রীলংকা। পাথুন নিশানকার সেঞ্চুরিতে ৬ উইকেটে জিতেছে লঙ্কানরা। এতে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা।
কলম্বোতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯১ রান তোলে অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৭০ রান করে অপরাজিত থাকেন ট্রাভিস হেড। অধিনায়ক ফিঞ্চ করেন ৬২, আর অ্যালেক্স ক্যারির ব্যাট থেকে আসে ৪৯ রান। জবাবে পাথুম নিশানকার ১৩৭ রানে সহজ জয় পায় শ্রীলংকা। ৮৭ রানে রিটায়ার্ড হয়ে মাঠ ছাড়েন কুশাল মেন্ডিস। সিরিজ নিশ্চিতের মিশনে চতুর্থ ওয়ানডেতে কাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে শ্রীলংকা।