অস্থিতিশীলতা মোকাবিলা করেই সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:১১:২৫ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, মানুষ তৈরি অস্থিতিশীলতা মোকাবিলা করেই বর্তমান সরকার দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭৫ পরবর্তী সরকার জনগনের কল্যানে কোন পদক্ষেপ নেয়নি বলেও মন্তব্য করেন সরকার প্রধান।
দুর্যোগে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে দুর্যোগ সহনীয় টেকসই নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় পরিকল্পিতভাবে কাঠামোগত ও অকাঠামোগত কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় সারাদেশে ১১০টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, ৩০টি বন্যা আশ্রয়কেন্দ্র, ৩০টি জেলা ত্রাণ গুদাম ও দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র ও ৫টি মুজিব কিল্লা উদ্বোধন এবং আরো ৫০টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রকল্পগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।