অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রণে ৭ দিনের মধ্যে সব পণ্যের মূল্য তালিকা : বাণিজ্যমন্ত্রী
- আপডেট সময় : ০১:৪৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রণে আগামী ৭ দিনের মধ্যে সব প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা ঝুলিয়ে দেয়া হবে। এই সিদ্ধান্ত বাধ্যতামূলকভাবে মানতে হবে বলেও জানান তিনি।
জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ১৬তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ট্যারিফ কমিশন ৭ দিনের মধ্যে ৯টি পণ্যের দাম ঠিক করে সুপারিশ জমা দেবে। এর ফলে ব্যবসায়ীদের অনৈতিক সুযোগ নেয়া কমে যায়।
তিনি বলেন, ভোক্তা অধিদফতরসহ বিভিন্ন সংগঠনকে দায়িত্ব দেয়া হয়েছে পণ্যের যৌক্তিক দাম নির্দিষ্ট করে দেয়ার জন্য। ডিমের অস্থিতিশীল বাজার নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বাড়তিটা কতটা হওয়া উচিত, মুরগির খাবারের মূল্য, পরিবহণ সব মিলিয়ে কত হবে সেটা ট্যারিফ কমিশন নির্ধারণ করে দেবে। যেটা সবার জন্য যৌক্তিক হবে।