অস্বাভাবিক দর কমাতে ডিম আমদানির সিদ্ধান্ত সরকারের
- আপডেট সময় : ০১:২৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬১৫ বার পড়া হয়েছে
ডিম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুরুতে অল্প আমদানি করা হবে। পরে দাম না কমলে, বাড়ানো হবে আমদানির পরিমাণ। একই সঙ্গে প্রতিটি ডিমের সর্বোচ্চ খুচরা মূল্য ১২ টাকা নির্ধারণ করা হয়েছে। সচিবালয়ে কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনার পর সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাণিজমন্ত্রী টিপু মুনশি। নির্ধারিত দামের বেশি রাখা হলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারিও দেন তিনি। ভোক্তা অধিকার, ছাড়াও স্থানীয় পর্যায়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বাজার মনিটর করবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।
সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্য প্রয়োজনীয় কৃষি পণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনার পর, সংবাদ সম্মেলনে আসেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তিনি জানান, এখন থেকে ভোক্তা পর্যায়ে আলু প্রতি কেজি সর্বোচ্চ ৩৫-৩৬ টাকা, কোল্ড স্টোরেজে ২৬-২৭ টাকা, পেঁয়াজের দাম ৬৪-৬৫ টাকা আর ডিম প্রতিটি ১২ টাকা।
আমদানি পণ্য চিনি ও তেলের নতুন দামও ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী। প্রতি লিটার বোতলজাত সয়াবিন ৫ টাকা কমে ১৬৯ টাকা, খোলা সয়াবিন ১৪৯ টাকা, পাম অয়েল ৪ টাকা কমে ১২৪ টাকা, প্রতি কেজি খোলা চিনি কেনা যাবে ১২০ টাকায়, আর প্যাকেটজাত চিনি ১৩৫ টাকা। দুর্গাপূজায় সর্বোচ্চ ৫ হাজার টন ইলিশ ভারতে রফতানি হতে পারে বলেও জানান টিপু মুনশী।