অ্যালায়েন্সের উত্তরসূরি সংগঠন নিরাপন-এর কার্যক্রমে ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯
- / ১৫৮১ বার পড়া হয়েছে
বাংলাদেশের পোশাকখাতে পরিবেশ ও নিরাপত্তা তদারকিতে মার্কিন ক্রেতাজোট- অ্যালায়েন্সের উত্তরসূরি সংগঠন নিরাপন-এর কার্যক্রমে ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট।
দুপুরে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এছাড়াও আর.এস.সিতে যোগ দিতে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষনা করা হবে না জানতে চেয়ে দুই সপ্তাহের রুল দিয়েছে আদালত। এর ফলে নিরাপন কোন গার্মেন্টস তদারকিতে অর্থ নিতে পারবে না। গত ২৯ এপ্রিল উত্তর আমেরিকার ক্রেতাজোট অ্যালায়েন্সের উদ্যোগে বাংলাদেশের পোশাক খাতের টেকসই নিরাপদ কর্মপরিবেশ তদারকি করতে আত্মপ্রকাশ করে নিরাপন নামের সংস্থাটি। এর অধীনে রয়েছে ৬শ’টিরও বেশি পোশাক কারখানা।