আইএমএফ’র ঋণ পেতে গ্যাসের মূল্য বাড়ানো হয়েছে, ধারণা ভিত্তিহীন : বাণিজ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৫৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
শিল্পখাতে গ্যাসের দাম বাড়লেও উৎপাদন ব্যয়ের ওপর প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আইএমএফ’র ঋণ পেতে গ্যাসের দাম বাড়ানো হয়েছে, এমন ধারণা ভিত্তিহীন বলে মন্তব্য করেন তিনি।
রাজধানীর এক হোটেলে কটন সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলায় উৎপাদিত পণ্য সেদেশে রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা চাইলেন টিপু মুনশি।
বস্ত্রখাতের বিকাশে রাজধানীর এক অভিজাত হোটেলে তিন দিনব্যাপী গ্লোবাল কটন সামিটের আয়োজন করা হয়। এতে ১২ দেশের প্রতিনিধি অংশ নেন।
দেশের তৈরি পোশাক খাত এগিয়ে নিতে নিজস্ব কাঁচামাল থেকে সুতা উৎপাদনের তাগিদ দেন বক্তারা। তামাক চাষ নিরুৎসাহিত করে তুলা চাষে জোর দিতে বলেন তারা।
তৈরি পোশাক খাত দেশের অর্থনীতির অন্যতম শক্তি উল্লেখ করে এ খাতের উন্নয়নে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে বলে জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আইএমএফ’র ঋণ পেতে নয়, ভর্তুকি কমাতে গ্যাসে দাম বাড়ানো হয়েছে।
তবে গ্যাসের দাম বাড়লেও উৎপাদন ব্যয়ের ওপর এর প্রভাব পড়বে না বলে দাবি করেন বাণিজ্যমন্ত্রী।