‘আইডিয়াথন’ কনটেস্টে শেষ হয়েছে আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া আয়োজিত ‘আইডিয়াথন’ কনটেস্টে শেষ হয়েছে আজ। সকালে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে সমাপনি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন। সমাপনী অনুষ্ঠানে ৩০ প্রতিযোগী টিমের মধ্যে বিজয়ী ৫ টিমকে সম্মাননা ক্রেস্টসহ বিশেষ সনদপত্র প্রদান করা হয়। যারা ৬ মাসের বিশেষ ট্রেনিংয়ে যাবেন দক্ষিণ কোরিয়ায়। এর আগে, জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দেশের স্টার্টআপ ইকোসিস্টেম বিকশিত করার লক্ষ্যে গেলো সেপ্টেম্বরে ৮ বিভাগ থেকে ৩ হাজার ১শ ৪৭ প্রতিযোগিকে নিয়ে শুরু হয় আয়োজন। পরে দুই প্যানেলে মোট ২০ অভিজ্ঞ বিচারকের মাধ্যেম টপ ৩০ টিম ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয়।