আইনজীবীরা কাজে ফেরায় ব্রাহ্মণবাড়িয়া আদালতপাড়ায় কর্মচাঞ্চল্য
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
দীর্ঘ একমাস পর কর্মমুখর ব্রাহ্মণবাড়িয়ার আদালত। জেলা আইনজীবি সমিতির সিদ্ধান্তে সকাল থেকে আদালতে যোগ দিয়েছেন আইনজীবিরা। ফলে স্বস্তি ফিরেছে আদালত প্রাঙ্গণে
একটি ছাড়া সব আদালতের বিচারকাজে অংশ নিচ্ছেন তাঁরা। এর ফলে এক মাসেরও বেশি সময় ধরে চলে আসা অচলাবস্থার অবসান হয়েছে। কর্মচাঞ্চল্য ফিরেছে আদালতপাড়ায়। নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইবুনাল-৩ এর বিচারক আদালতের কার্যক্রম চলছে। জেলা জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আগের কর্মব্যস্ততা ফিরেছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানে আসামিদের আনা হয়েছে। আইনজীবী সমিতির ভবনের নিচতলায় ফরম, কোর্ট ফি, যদি জুডিশিয়াল ও নন–জুডিশিয়াল স্ট্যাম্প বিক্রি চলছে।