আইনজীবী আলিফ হত্যার বিচার দ্রুত করতে যা যা করণীয় সরকার সবকিছুই করবে: অ্যাটর্নি জেনারেল
- আপডেট সময় : ০৪:৩২:৫৮ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
- / ১৬৮৪ বার পড়া হয়েছে
ইসকন সন্ত্রাসীদের হাতে আইনজীবী আলিফ হত্যার বিচার দ্রুত করতে যা যা করণীয়, আইনি কাঠামোর মধ্যে থেকে সরকার সবকিছুই করবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।
দুপুরে চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জেয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এসময় সনাতনী জাগরণ জোটের আদালতে যেতে বাধা দেয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিক আইনি সহায়তা পাবার অধিকার রাখে। খুনীদেরও আইনী সহায়তা পাবার অধিকার আছে।এসময় বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, আদালতে আইনজীবী যেতে বাধা এবং হুমকির অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। এসময় সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন, জামায়াত নেতা শাহজাহান চৌধুরী, সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন উপস্থিত ছিলেন। পরে আলিফের স্বজনদের সাথে সাক্ষাৎ করেন তারা।