আইনজীবী সমিতি নির্বাচনে দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিচার্জ
- আপডেট সময় : ০২:২৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
- / ১৫৯১ বার পড়া হয়েছে
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর লাঠিচার্জ ও মারধর করেছে পুলিশ। এতে বেশ কয়েকজন সিনিয়র সাংবাদিক আহত হয়েছেন। দুপুর সোয়া ১২টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বন্ধ রয়েছে ভোটগ্রহণ।
লাঠিচার্জে আহত হয়েছেন এটিএন নিউজের রিপোর্টার জাবেদ আক্তার, আজকের পত্রিকার রিপোর্টার এস এম নূর মোহাম্মদ, জাগো নিউজের রিপোর্টার ফজলুল হক মেধা, মানবজমিনের মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল মারুফ, এটিএন বাংলার ক্যামেরাপার্সন হুমায়ুন কোভিদ, সময় টিভির ক্যামেরাপার্সন সোলাইমান স্বপন, ডিবিসির ক্যামেরাপার্সন মেহেদী হাসান মিম ও বৈশাখী টিভির ক্যামেরাপার্সন ইব্রাহিম। এটিএন নিউজের জাবেদ আক্তার বলেন, সাংবাদিক পরিচয় দেয়ার পরও পুলিশ তাকে পায়ের নিচে ফেলে অকথ্য ভাষায় গালিগালাজ ও নির্যাতন করেছে। এ ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক আইনজীবী। গুরুতর আহত হয়েছেন, বিএনপি পন্থি আইনজীবি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, মাহবুবুর রহমান খান মাহদিন চৌধুরী, কামরুল ইসলামসহ অনেকেই।