আইন অমান্য করায় গাড়ি জব্দ ও জরিমানা
- আপডেট সময় : ০৭:৪৭:১১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী সামাজিক দুরত্ব বজায় রাখতে কাজ করছে পুলিশের পাশাপাশি সেনা বাহিনীর সদস্যরা। রাজাধানীর বিভিন্ন পয়েন্টে চেকপোষ্ট বসিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং সচেতনতার আহবান জানাচ্ছেন তারা। এদিকে, আইন অমান্য করায় গাড়ি জব্দ ও জরিমানা করছে রেব।
সম্প্রতি দেশে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে দিন দিন বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।ভাইরাসের বিস্তার রোধে তাই সরকারের নির্দেশনা অনুযায়ী জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করতে কাজ করছে পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যরা।
অন্যদিনের তুলনায় বুধবার নগরীর বিভিন্ন রাস্তায় অনেকটা বেশি চলাচল করেছে বিভিন্ন ধরনের গাড়ি। সেই সাথে জন-সাধারণের উপস্থিতিও ছিলো লক্ষনীয়। থুব জরুরি না হলেও বিভিন্ন অজুহাতে বের হয়েছেন অনেকে।
নগরীর বিভিন্ন এলাকায় চেকপোষ্ট বসিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করলেও, অনেক বেগ পেতে হচ্ছে পুলিশকে।
এছাড়া, চাঙ্খারপুল এলাকায় চেকপোষ্ট বসিয়ে ঢাকার বাইরে থেকে আসা কয়েকটি গাড়ি জব্দ করেছে রেব। পাশাপাশি নিষেধাজ্ঞা না মেনে গাড়ি চলাচল করায় জরিমানা করা হয়েছে।
এদিকে, রাজাধনীর শান্তিনগর বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখতে মাইকিং ও জীবাণুমুক্ত স্প্রে করাসহ বিভিন্ন নির্দেশনা দিয়ে পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী।