আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া স্বজনদের ফেরতের দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৭:৫২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
- / ১৬৯৪ বার পড়া হয়েছে
আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়া স্বজনদের ফেরত দেয়ার দাবিতে মানববন্ধন করেছে পরিবারের সদস্যরা । একইসঙ্গে গুমের ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্ট্রান্তমূলক সাজা নিশ্চিতের দাবী জানিয়েছেন তারা। আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান।
এ কান্না একজন সন্তান হারানো পিতার, এ কান্না ১০বছর ধরে পিতৃস্নেহ থেকে বঞ্চিত কন্যার।
বিশ্ব নির্যাতন বিরোধী দিবসে প্রিয়জনকে ফিরে পাবার আশায় এমন অনেকেই জাতীয় প্রেসক্লাবের সামনে জোড় হয়েছিলেন।লক্ষ্য নিজেদের উপর হয়ে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করা এবং প্রিয় স্বাজনদের ফিরে পাওয়া।
স্বজনদের অভিযোগ , শুধু মাত্র বিরোধী রাজনীতি করার অপরাধে পুলিশ হেফাজতে থেকেও নির্যাতনের শিকার হতে হয় অনেকেই।
স্বজনহারাদের দাবি, বন্ধ হোক বিচার বহির্ভূত হত্যা, বিচারহীনতার সংস্কৃতি।