আইপিএলের নতুন তিন নিয়ম, যা বদলে দিবে ম্যাচের রঙ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
আইপিএলে নতুন নিয়ম বদল। খেলাকে আরও ‘চিত্তাকর্ষক’ করতে নতুন তিন নিয়ম ঘোষণা করলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
৩১ মার্চ ২০২৩ আইপিএলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আমদাবাদে। ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে গুজরাত টাইটান্স। এই ম্যাচ থেকেই কার্যকর হবে নতুন তিন নিয়ম।
কী আছে এই নতুন নিয়মে?
- প্রথম নিয়ম : টসের পর চাইলেই একাদশ পরিবর্তন করতে পারবেন যে কোনও দলের অধিনায়ক। অর্থাৎ বোলিং বা ব্যাটিংয়ের উপর নির্ভর করবে প্রথম একাদশ।
- দ্বিতীয় নিয়ম : নির্দিষ্ট সময়ে ওভার শেষ করতে না পারলে অধিনায়কের কোনও জরিমানা হবে না। কিন্তু এমনটা ঘটলে সুবিধা পাবে ব্যাটিং দল। নির্ধারিত সময়ে ওভার শেষ না করতে পারলে বোলিং দল ৪ জনের বেশি ক্রিকেটারকে ৩০ গজের বাইরে রাখতে পারবেন না।
- তৃতীয় নিয়ম : ডেলিভারি করার সময় নিয়মবিধি না মেনে কোনও ফিল্ডার নড়াচড়া করলে থাকছে ‘পেনাল্টি’। এ ক্ষেত্রে কোনও ডেলিভারি না খেলেই ৫ রান যুক্ত হবে ব্যাটিং দলের স্কোরবোর্ডে।