আইপি টিভি-ওটিটির কারণে ক্যাবল ব্যবসায় ধস
- আপডেট সময় : ১০:০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪
- / ২৭৪৬ বার পড়া হয়েছে
আইপি টিভি ও ওটিটির কারণে ক্যাবল ব্যবসায় ধ্বস নামছে বলে মন্তব্য করেছেন ক্যাবল অপারেটররা। আন্দোলন ছাড়া এ অবস্থা থেকে উত্তরণের কোনো বিকল্প নেই বলেও হুঁশিয়ার করেন কোয়াব নেতারা। দুপুরে রাজধানীর লেডিস ক্লাবে কোয়াবের বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তারা। এসময় পে-চ্যানেল বন্ধ করাসহ চার দফা দাবি তুলে ধরেন তারা। এক সপ্তাহের মধ্যে দাবি না মানলে, ১১ মার্চ সারাদেশে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ক্যাবল সার্ভিস বন্ধ রাখার হুঁশিয়ারি দেন কোয়াব নেতারা।
রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে ক্যাবল টিভির বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করনীয় শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে ক্যাবল অপারেটর্স এসোসিয়েশন অব বাংলাদেশ- কোয়াব।
এতে সারাদেশ থেকে আসা ক্যাবল অপারেটররা বলেন, দেশে আইপি টিভি, ওটিটি প্লাটফর্ম যেভাবে অনুমোদনহীনভাবে চলছে, তাতে অচিরেই ক্যাবল ব্যবসা বন্ধ হয়ে যাবে। অবৈধ অনলাইন স্ট্রিমিং বন্ধ করতে সরকারের হস্তক্ষেপ চান তারা।
আলোচনায় কোয়াবের কেন্দ্রীয় নেতারা বলেন, কোয়াবকে আবারো পুরোদমে জাগ্রত করতে ক্যাবল অপারেটরদের ঐক্যবদ্ধ হতে হবে। অবৈধভাবে চলা বিদেশী পে-চ্যানেল বন্ধসহ চার দফা দাবি তুলে ধরেন কোয়াব নেতারা। দাবি না মানলে, আগামী ১১ মার্চ সন্ধ্যা ৭টা থেকে একঘন্টা সারাদেশে ক্যাবল সার্ভিস বন্ধ রাখার হুঁশিয়ারি দেন তারা। ওটিটির মাধ্যমে হুন্ডি হয়ে দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান কোয়াব নেতারা।