আইবিএসএ ওয়ার্ল্ড গেমস শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল
- আপডেট সময় : ০৮:১৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
- / ১৭৮২ বার পড়া হয়েছে
আইবিএসএ ওয়ার্ল্ড গেমস শেষে বার্মিংহাম থেকে দেশে ফিরেছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল। সকালে ঢাকায় পৌঁছান তারা। আসরে তৃতীয় হয়ে বাংলাদেশ ব্রোঞ্জ পদক জেতে। দেশে ফিরে কোচ, অধিনায়ক ও টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, চ্যাম্পিয়ন হতে না পারলেও নিজেদের অর্জনে খুশি তারা।
আইবিএসএ ওয়ার্ল্ড গেমস শেষে অনেকটা নীরবেই দেশে ফিরেছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল। বিসিবির পৃষ্ঠপোষকতা থাকলেও বিমান বন্দরে বার্মিংহাম থেকে ফেরা দল বরণে নেই চিরচেনা আমেজ। দলকে ফুল দিয়ে অভ্যর্থনা জানায় ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি।
যদিও, এসব ভাবনায় নেই কোচ, অধিনায়ক কিংবা টিম ম্যানেজমেন্টের। দলীয় অর্জনেই আপাতত তারা খুশি।
আসরে পাঁচ দলের অংশগ্রহনে হয়েছে ক্রিকেটের লড়াই। ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে হারালেও তৃতীয় হয়ে বাংলাদেশ জিতেছে ব্রোঞ্জ পদক। তাতেও যেন খুশির অন্ত নেই দলের। ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার প্রত্যাশা সবার।
প্রতিবারই ভারত কিংবা পাকিস্তানের কাছে হেরে স্বপ্ন ভাঙে বাংলাদেশের। এবারও তার ব্যতিক্রম হয়নি, ভারতের কাছে হেরে ধূলিস্মাৎ হয়েছে স্বর্ণ পদকের স্বপ্ন।
আপতত মাঠের ক্রিকেটে ব্যস্ততা নেই, তবে, দ্রুতই ব্লাইন্ড ক্রিকেটারদের নিয়ে টুর্নামেন্ট আয়োজনের কথা রয়েছে বিসিবি।