আইসিটি মামলায় দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালকসহ চারজনকে কারাগারে পাঠিয়েছে আদালত
- আপডেট সময় : ০৬:৫৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
আইসিটি আইনে দায়ের করা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল- দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, পরিচালক কাজী জাহিন হাসানসহ চারজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তার ছেলের সম্পর্কে সংবাদ পরিবেশন করায় আইসিটি আইনে মামলা করেন তারা।
চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলে বিচারক তাদের আদালতে পাঠান। ২০১৬ সালের ১৬ ও ২২ মার্চ টিভি চ্যানেলটিতে সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তার ছেলে মুজিবর রহমানকে নিয়ে সংবাদ পরিবেশন করা হয়। এতে মন্ত্রী ও তার ছেলের সম্মানহানি হওয়ার অভিযোগ এনে ওই বছর চকবাজার থানায় মামলাটি করা হয়। এর বাদী সানোয়ারা গ্রুপের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম। মামলার দীপ্ত টিভি’র ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, তার দুই ছেলে- পরিচালক কাজী জাহিন হাসান ও কাজী জিসান হাসান রাবেদ এবং চিফ অপারেটিং অফিসার কাজী উরফি আহমেদ, ও চট্টগ্রাম অফিসের প্রতিবেদক রুনা আনসারীকে আসামী করা হয়।