আইসিসি’র ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন সৌরভ গাঙ্গুলি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৬:২১ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল–আইসিসি’র ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন ভারতের সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি।
এর আগে, তিন মেয়াদে নয় বছর এই পদে ছিলেন ভারতের সাবেক কোচ অনিল কুম্বলে।এবার কুম্বলে স্থলাভিষিক্ত হলেন সৌরভ। বর্তমানে বিসিসিআই এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সৌরভ গাঙ্গুলি। শোনা যাচ্ছে, এবারে দায়িত্ব আরও বাড়তে চলেছে সাবেক এই ক্রিকেটারের। আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ বছরের ক্যারিয়ার শেষে ক্রিকেট প্রশাসক হিসেবে কাজ করছেন সৌরভ। ক্রিকেট কমিটিতে তাকে পেয়ে ভীষণ খুশি আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে।