আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের অব্যাহত
- আপডেট সময় : ১১:১০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
- / ১৮৯২ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালসহ দেশের বিভিন্ন জেলায় সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের অব্যাহত রয়েছে। নারায়ণগঞ্জ, কুমিল্লা, পটুয়াখালী, কুষ্টিয়া, ময়মনসিংহ, ঝিনাইদহসহ বিভিন্ন জায়গায় দায়ের করা মামলায় কেন্দ্রীয় নেতাদের পাশপাশি স্থানীয় এমপি ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের আসামী করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জে গুলিতে মিলন হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা,ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খাঁন কামাল, শামীম ওসমানসহ ৬২ জনের নামে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী।
কুমিল্লা মাসুম মিয়া নামে এক যুবক নিহতের ঘটনায় কুমিল্লার সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি মেয়র তাহসিন বাহার সূচনার নামে কুমিল্লা সদর দক্ষিণ থানায় হত্যা মামলা হয়েছে।
কুষ্টিয়ায় ইউসুফ শেখ নামে একজনকে গুলি করে হত্যার ঘটনায় কুষ্টিয়া-৩ আসনের সাবেক এমপি মাহবুবউল আলম হানিফ এবং সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাকে হুকুমের আসামি করা হয়েছে।
ময়মনসিংহের ফুলবাড়ীয়া আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মালেক সরকারসহ আওয়ামী লীগের ৫৯৭ নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ও দণ্ডবিধি আইনে মামলা করেছেন উপজেলা বিএনপি নেতা ওমর ফারুক।
ঝিনাইদহে জেলা বিএনপি’র কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ঝিনাইদহ-১ আসনের সাবেক এমপি নায়েব আলী জোয়ারদার, ঝিনাইদহ-২ আসনের এমপি শফিকুল ইসলাম অপুসহ ৪৬৮ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন জেলা বিএনপি’র নেতা সাকিব আহমেদ বাপ্পি।