আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন চায়: কাদের
- আপডেট সময় : ০৮:০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন চায়। আর বিএনপি চায় নির্বাচন বাধাগ্রস্ত করতে। কাজেই মার্কিন নিষেধাজ্ঞা আর ভিসানীতি শেষ পর্যন্ত কার ওপর প্রয়োগ হয় সেটাই দেখা হবে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগের আলোচনা সভায় তিনি একথা বলেন। আগামী নির্বাচন নিয়ে আন্তর্জাতিক খেলা চলছে। তবে শেখ হাসিনা কোনো হুমকি ধামকিতে ভয় পান না বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতাসহ ১৫ আগস্টের শহীদদের স্মরনে আলোচনা সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
ছাত্রলীগের শীর্ষ নেতারা বলেন, একটি পক্ষ দেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্তের চেষ্টা করছে।
প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভিসানীতি ও নিষেধাজ্ঞা কার উপর আসে সেটা দেখার বিষয়।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার চাইলে মির্জা ফখরুলকে পাকিস্তানে যেতে হবে।
ছাত্রলীগের অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার আহ্বান জানান ওবায়দুল কাদের।