সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে : কাদের
- আপডেট সময় : ০৭:২১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৭০ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। মোটা বই নয়, বাস্তবতার নিরিখে অল্প কথায় চ্যালেঞ্জ মোকাবিলার ইশতেহার দিতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সম্মতিতে সংবিধান অনুযায়ী শিগগিরই নির্বাচনকালীন মন্ত্রিসভা গঠন করা হবে। গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আফ্রিকা-ইসরায়েল দেখেন, বাংলাদেশ নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের নির্বাচনী ইশতেহার প্রনয়ণ উপ-কমিটির প্রথম সভা।সভার প্রধান অতিথি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ইশতেহার তৈরি করতে হবে সামনের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলার মতো করে।
সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনকালীন সরকার কাঠামো নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের। এদিকে রাজধানীতে ঈদে মিলাদুন্নবীর এক অনুষ্ঠান শেষে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ নির্বাচনমুখী দল, ভিসানীতির ভয় দেখিয়ে লাভ নেই। আগামী নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্রই কাজে আসবে না বলেও জানান ড. হাছান মাহমুদ।