আওয়ামী লীগই মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:১২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ মুখে মুক্তিযোদ্ধাদের কথা বললেও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী না। ক্ষমতায় থেকে তারাই মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছে বলে অভিযোগ করেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এ সব কথা বলেন মির্জা ফখরুল।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতা-কর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের কাছে তিনি আভিযোগ করেন, প্রশাসন দিয়ে বারবারই বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছে সরকার।
তিনি মনে করেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী না। ৭২ এর সংবিধান ধ্বংস করে ছদ্মবেশী এক দলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে তারা।
সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের দাবি করেন বিএনপি মহাসচিব।