আওয়ামী লীগের কেউ চালের মজুদদার হলেও ছাড় দেয়া হবে না : খাদ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
দেশের বাজারে কোন প্যাকেটজাত চাল বিক্রি করা যাবে না এবং চাল ব্যবসায়ীরা দেশের অভ্যন্তরীন বাজার থেকে চাল কিনতে পারবেন না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি জানান, নতুন আইনে এ বিধান অন্তর্ভুক্ত করা হবে।
সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে চালের বাজার নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নির্দেশনার পর এমন উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান তিনি। সরকারের বেঁধে দেয়া পরিমাণের চেয়ে বেশি চাল গুদামে মজুদ পাওয়া গেলে তা সিলগালা করা হবে। আকিজ, সিটি, এসিআই, স্কয়ারসহ ৬টি গ্রুপের চালের মজুদ পাওয়া গেছে। এমনকি, স্কুল শিক্ষকদের কাছেও মজুদ চাল পাওয়া যায়। মন্ত্রী বলেন, চাল মজুদদার আওয়ামী লীগের কেউ হলেও তাকে ছাড় দেয়া হবে না।