আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলকে সুসংহত করতে মোহাম্মদ নাসিমের ভূমিকা ছিল অনন্য
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০০:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলকে সুসংহত করতে মোহাম্মদ নাসিমের ভূমিকা ছিল অনন্য। তাঁর মৃত্যু দেশ, রাজনীতি ও একইসাথে আওয়ামী লীগের জন্য এক অপূরণীয় ক্ষতি।
বনানী কবরস্থানে মোহাম্মদ নাসিমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও দোয়া শেষে সাংবাদিকদের এ কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, মোহাম্মদ নাসিম শুধু আওয়ামী লীগের নেতা বা সাবেক মন্ত্রী ছিলেন না, তিনি দেশের একজন প্রথিতযশা রাজনীতিবিদ ছিলেন । তাঁর মৃত্যুতে আওয়ামী লীগ একজন একনিষ্ঠ কর্মী, নেতা হারিয়েছে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হারিয়েছেন ঘনিষ্ঠ সহযোদ্ধাকে। তথ্যমন্ত্রী এ সময় সদ্যপ্রয়াত ধর্ম প্রতিমন্ত্রীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করে গেছেন। একইদিনে দু’জন নেতার চির বিদায়, অত্যন্ত বেদনাদায়ক বলেও মন্তব্য করেন তিনি।