আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি থেকে হারালো জাতীয় চার নেতার পরিবারের সবশেষ প্রতিনিধিত্ব
- আপডেট সময় : ০২:১২:৩০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি থেকে হারালো জাতীয় চার নেতার পরিবারের সবশেষ প্রতিনিধিত্ব। স্বাধীন বাংলাদেশে দলটির সব কমিটিতেই গুরুত্বপূর্ণ পদে কেউ না কেউ ছিলেন এই চার পরিবার থেকে। কিন্তু এবার এই শুন্যতা তৈরি হলো। বঙ্গবন্ধুর পরই আওয়ামী লীগের রাজনীতিতে অবদান রাখা এ পরিবারগুলোর মধ্য থেকে নাসিমের শুন্যস্থান পুরণ কতটা হবে, সেদিকে এখন নজর সবার।
সৈয়দা জোহরা তাজউদ্দীন ও সৈয়দ আশরাফের মৃত্যুর পর আওয়ামী লীগের রাজনীতিতে মোহাম্মদ নাসিমই ছিলেন জাতীয় চার নেতার পরিবারের মধ্যে গুরুত্বপূর্ণ নেতা।বর্তমান কেন্দ্রীয় কমিটিতেও জাতীয় চার নেতার পরিবারের একমাত্র সদস্য ছিলেন তিনিই। স্বাধীনতার পর বাংলাদেশে আওয়ামী লীগের সকল কেন্দ্রীয় কমিটিতেই জাতীয় চার নেতার পরিবারের কোনো না কোনো সদস্য গুরুত্বপূর্ণ পদে ছিলেন। কিন্তু মোহাম্মদ নাসিমের মৃত্যুতে তা শুন্য হলো।
জাতীয় চার নেতার পরিবারের মধ্যে সোহেল তাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব ছেড়ে অনেকটা অভিমানেই রাজনীতিতে নিষ্ক্রিয়। সৈয়দা জাকিয়া নূর ও সিমিন হোসেন রিমি বর্তমানে সংসদ সদস্য। আর এএইচএম খায়রুজ্জামান লিটন রাজশাহীর মেয়র। বিশ্লেষকরা বলছেন, রাজনীতিতে জাতীয় চার নেতার পরিবারের মধ্যে নাসিমের শুন্যতা পূরণের মতো প্রভাবশালী নেতার বড় অভাব। তবে বর্তমানে কেন্দ্রে উঠে আসার মতো অবস্থানে আছেন কেবল লিটন।
স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধুর পর জাতীয় চার নেতার অবদান অনস্বীকার্য। তাই সাংগঠনিক অভাব পূরণে বরাবরের মতোই এ পরিবারগুলো থেকেই দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতৃত্ব বাছাই করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের এই উপদেষ্টা।তবে জাতীয় চার নেতার পরিবারের সদস্যদের মধ্য দলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-এমন ব্যক্তিকেই আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরামে জায়গা দেয়া উচিত বলে মনে করেন রাজনীতি পর্যবেক্ষকরা।