আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে তাই কোমর ভাঙ্গবে না: ওবায়দুল কাদের
- আপডেট সময় : ১০:৩৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে, তাই কোমর ভাঙ্গবে না বলে জানিয়েছে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এই মাটিতেই জন্ম হয়েছে আওয়ামী লীগের। আর বিএনপিকে উদ্দেশ্য করে দলের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে ফলাফল ভালো হবে না। শুক্রবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বাংলা একডেমী মিলনায়তনে আলোচনা সভা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি। এতে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতারা।
শেখ হাসিনার উন্নয়ন ও অবদান তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, দুর্যোগে আলো হাতে দেশের মানুষের বর্ণিল ঠিকানা শেখ হাসিনা।
বিএনপির সাম্প্রতিক আন্দোলনে আওয়ামী লীগের কোমর ভেঙ্গে গেছে, বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এদিকে বিকেলে আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন, দলীয় কর্মীদের খোঁজ খবর নিতে হাসপাতালে যান আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম।
পরে আন্দোলনের নামে সারাদেশে বিএনপির নৈরাজ্যের সমালোচনা করেন আওয়ামী লীগের নেতারা। এসময় বিএনপিকে রাজপথে প্রতিহত করার হুশিয়ারি দেন তারা।
দলের নেতাকর্মীরা বিএনপির সহিংসতার বিরুদ্ধে রাজপথেই সতর্ক অবস্থান করবে বলে জানান তারা।
এদিকে, চট্টগ্রামে এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ কর্মী বলেন, নিজেদের খুন করে হলেও দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করতে চায় বিএনপি। ঢাকায় ব্যর্থ হয়ে বিভাগীয় শহরগুলোতে সমাবেশের নামে এমন অপচেষ্টা করলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে ।
বিকেলে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে শারদীয় দুর্গা পুজা উপলক্ষে হরিজন সম্প্রদায়ের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ শেষে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরো বলেন, লাঠি আর রডের আগায় জাতীয় পতাকা বেঁধে সেই লাঠি দিয়ে পুলিশের ওপর হামলা করা দেশদ্রোহিতার শামিল। সম্প্রতি পাকিস্তান আমলই ভালো ছিল মির্জা ফখরুলের এমন বক্তব্যের পর জাতীয় পতাকাকে অবমাননা করতে শুরু করেছে বিএনপিনেতাকর্মীরা। ভবিষ্যতে লাঠি ও রড নিয়ে অরাজকতা তৈরী করলে তাদের প্রতিহত করা হবে বলে ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান।