আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জন প্রশাসনমন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
গতরাতে এটি ভাঙচুর করা হয় বলে ধারণা করছে স্থানীয়রা। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মোহাম্মদ মাশরুকুর রহমান খালেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল ও পৌর মেয়র পারভেজ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।