আওয়ামী লীগ ছাড়া মুলধারার কোন দলই জনগণের মধ্যদিয়ে উঠে আসেনি : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:১৫:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ ছাড়া মূলধারার দলগুলো জনগনের মধ্য দিয়ে উঠে আসেনি, তারা ক্ষমতা লাভের জন্য অবৈধ সরকার গঠন করেছিল বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় একমাত্র আওয়ামী লীগ ত্যাগ করেছে বলেই গণতন্ত্র উদ্ধার করতে পেরেছে বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি এ কথা বলেন।
উপমহাদেশের প্রাচীন ও বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে রীতি অনুযায়ী এবারও আলোচনা সভার আয়োজন করে মহানগর আওয়ামী লীগ। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে কিছুটা অনাড়ম্বর এ আয়োজনে গণভবন থেকে বার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা।
প্রথমেই আওয়ামী লীগের ঐতিহ্যের ৭২ বছর আর সভাপতি হিসেবে শেখ হাসিনার ৪ দশকের নেতৃত্ব নিয়ে ‘সংগ্রামী নেতা থেকে কালজয়ী রাষ্ট্রনায়ক” বই এর মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সভাপতি বলেন, বাঙ্গালীর স্বাধীকার আন্দোলন আর সব অর্জন আওয়ামী লীগের হাত ধরেই।
বঙ্গবন্ধুকন্যা বলেন, ৭৫ পরবর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর কোনটিই জনগনের দল হয়ে উঠতে পারেনি। তারা ক্ষমতার ভাগাভাগিতে জনগনের স্বার্থ জলাঞ্জলী দিয়ে নিজের স্বার্থ হাসিল করেছে।
দেশের অগ্রাযাত্রাকে বেগবান করতে দলকে আরো সুসংগঠিত করার তাগিদ দেন আওয়ামী লীগের সভাপতি।
করোনার প্রভাব মোকাবিলায় নেতাকর্মীদেরকে জনগনের পাশে থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।