আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে নতুন করে বাজছে অনৈক্যের সুর
- আপডেট সময় : ০২:০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে নতুন করে বাজছে অনৈক্যের সুর। মুক্তিযুদ্ধবিরোধী ও সাম্প্রদায়িক শক্তির বিপক্ষে চলমান যুদ্ধে জোটভুক্ত থাকতে চায় ১৪ দলের শরিকরা। তবে কার্যত নিষ্ক্রিয় ১৪ দলের ভবিষ্যৎ আগামী নির্বাচনে কি হবে, তা আওয়ামী লীগের আচরণই নির্ধারণ করে দেবে বলে মত দিয়েছেন শরিকদলগুলোর নেতারা।
একসঙ্গে আন্দোলন, নির্বাচন এবং সরকার গঠনের অঙ্গীকার নিয়ে প্রায় দেড় যুগ আগে ২৩ দফার ভিত্তিতে ১৪ দলীয় জোটের যাত্রা শুরু। এরই ধারাবাহিকতায় আন্দোলন ও নির্বাচন জোটগতভাবে হলেও সরকারে এসে আওয়ামী লীগ কার্যত ‘একলা চলো নীতি’ অনুসরণ করছে। এমন অভিযোগ জোটের শরিকদের। তবে জোটবদ্ধ দলের নেতারা মনে করেন, সাম্প্রদায়িকতাবিরোধী যুদ্ধ এখনো চলমান। আর এক্ষেত্রে ১৪ দলীয় জোটের ঐক্যের কোন বিকল্প নেই।
আওয়ামী লীগও মনে করে, নির্বাচনসহ যে কোন কর্মসূচী , সব ক্ষেত্রেই একই প্লাটফর্মে থাকা প্রয়োজন। আর তাই জোটভুক্ত দলগুলোকে আরো সক্রিয় হবার তাগিদ আওয়ামী লীগের এই শীর্ষ নেতার।