আওয়ামী লীগ সম্প্রীতি বিনষ্ট করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে: ফখরুল
- আপডেট সময় : ০৭:০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর, ড.খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের জনগণকে ঘরে বন্দি রেখে সরকার বিদেশীদেরকে নিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে। দুপুরে ঢাকার কাকরাইলের ডিপ্লোমা ইন্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক স্বরণ সভায় এসব কথা বলেন বিএনপি নেতারা।
বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার দুপুরে ঢাকার কাকরাইল ডিপ্লোমা ইন্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই স্মরণ সভার আয়োজন।এতে অংশ নিয়ে দলটির সিনিয়র নেতারা সদ্য প্রয়াত ব্যারিষ্টার মওদুদ আহমদের বিদায়ে গভীর শোক প্রকাশ করেন।বিএনপি নেতারা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের আবারো সক্রিয় হওয়ার তাগিদ দেন।
“অদম্য/অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে” বিদেশীদের এমন মন্তব্যে প্রতিক্রিয়া জানান নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না। সভা সমাবেশ বন্ধ করে নাগরিক অধিকার হরণের প্রতিবাদ জানান ড. খন্দকার মোশাররফ হোসেন।কে এম ওবায়দুর রহমানের স্মরণ সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। কথা বলেন ব্যারিস্টার মওদুদকে নিয়ে।
সুনামগঞ্জের সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় সরকার মিথ্যাচার করছে বলে দাবি করেন তিনি।সরকার যতই দমন পীড়ন করুক না কেন-তাতে বিএনপি হতাশ হবে না মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলগমীর বলেন, বিএনপিই সরকারের পতন ঘটাবে।