আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে পুলিশ
- আপডেট সময় : ০৭:২১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে পুলিশ- এমন মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না। প্রশাসনের মাঝে কিছু খুদ-কুঁড়ো বিলিয়ে তাদের মাথায় ভর করেই আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করেন তিনি। আর বিএনপি নেতারা বলেছেন, দেশের অর্থনীতিকে ধ্বংস করে সরকার লাইফ সাপোর্টে রয়েছে। এই সরকার শিগগিরই প্রশাসনের বেতন যোগাতেও অক্ষম হবে। সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা।
জাতীয় প্রেসক্লাবে সার্বভৌমত্ব রক্ষা পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপি নেতৃবৃন্দসহ নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
এসময় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর- তার প্রশাসনের ঔদ্ধত্যপূর্ণ আচরণের তীব্র সমালোচনা করে সামাজিক ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
আর বিএনপি নেতারা বলেন, লুটপাট করে সরকারের কিছু উচ্ছিষ্টভোগী লাভবান হলেও জনগণের ভাগ্যের কোনো উন্নয়ন ঘটেনি। তাদের ওপর লাখ লাখ কোটি টাকার ঋণ চাপানো হচ্ছে। লাইফ সাপোর্টে থাকা জনবিচ্ছিন্ন সরকারকে ক্ষমতা থেকে ফেলতে আর বেশিদিন লাগবে না উল্লেখ করে তারা বলেন, জনগণের দৃস্টি ভিন্নখাতে নিতেই পদ্মাসেতুকে এতো গুরুত্ব দিয়ে প্রচার করা হচ্ছে।
পদ্মাসেতু নির্মাণে অস্বাভাবিক বরাদ্দের কথা তুলে ধরে উন্নয়ন প্রকল্পে দেশী-বিদেশী বিভিন্ন সংস্থা থেকে নেয়া চড়া সুদের ঋণের সমালোচনা করেন মাহমুদুর রহমান মান্না। রাজনীতিকদের নির্দেশের অপেক্ষায় না থেকে জনগণকে ঐক্যবদ্ধভাবে অধিকার রক্ষার আন্দোলন জোরদার করারও আহ্বান জানান মান্না।