আওয়ামী লীগ সরকার সবসময় অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী
- আপডেট সময় : ০৮:৩৪:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সরকার সবসময় অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী মন্তব্য করে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের জন্য সমান সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রতিটি সম্প্রদায়ের মানুষের কল্যাণে সরকার সমানভাবে কাজ করছে। বিকেলে গণভবনে খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষ্যে আয়োজিত শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানে এ সব কথা বলেন প্রধানমন্ত্রী।
খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে গণভবনে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই খ্রিষ্টান ধর্মাবলম্বীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে শুভেচ্ছা কার্ড তুলে দেয়া হয়।
এরপর বড়দিনের গানে সবার সাথে কন্ঠ মেলান সরকার প্রধান। আলোচনার শুরুতেই সবাইকে বড় দিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। বলেন, সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। তাই সমান মর্যাদা, প্রতিটি নাগরিকের অধিকার।
অসাম্প্রদায়িক চেতনার নীতিতে সরকার বিশ্বাসী জানিয়ে আবারো ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।
বিত্তশালীদের জনগণের সেবায় এগিয়ে আসার অনুরোধ জানিয়ে সবাইকে মানব কল্যাণে কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা। পরে, কেককেটে বড়দিন উদযাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।