আখাউড়া-লাকসামে ডুয়েল গেজ রেললাইন উদ্বোধন
- আপডেট সময় : ০৯:৫১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
- / ১৭৩৯ বার পড়া হয়েছে
বিএনপি আন্দোলনের নামে আবারও মানুষের ক্ষতি করলে তাদের শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপি ভোট পায়নি বলে দেশের মানুষকে নির্বাচনের আগে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছিল। সকালে আখাউড়া-লাকসাম ডাবল ডুয়েল গেজ রেলপথের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। এসময় সরকার প্রধান বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে রেলপথের সুদিন ফিরিয়ে এনেছে।
আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ডুয়েলগেজ ডাবল রেললাইন নির্মাণ এবং বিদ্যমান রেললাইনকে ডুয়েল গেজের আওতায় নব-নির্মিত ৭২ কিঃ মিঃ ডাবল লাইন ট্রেন চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
সরকার প্রধান বলেন, হত্যা, ক্যু ও ষড়যন্ত্র করে যারা ক্ষমতাগ্রহণকারীরা দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করেছে।
বিএনপির দু:শাসন, লুটপাট, সন্ত্রাস, জঙ্গিবাদ, বোমা হামলা, অর্থ পাচারসহ বিভিন্ন অপকর্মের কারণে ২০০৮ নির্বাচনে ভোট পায় নি বিএনপি। আন্দোলনের নামে আবারও মানুষের ক্ষতির চেষ্টা মেনে নেয়া হবে না।
অলাভজনক বলে বিশ্বব্যাংকের পরামর্শে রেলপথ বন্ধের উদ্যোগ নেয় বিএনপি। রেলের সুদিন ফিরেছে আওয়ামী লীগের হাত ধরে।
দেশের মানুষের ভাগ্য পরিবর্তন নিজেদেরই করতে হবে বলে জানান সরকার প্রধান।