আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব
- আপডেট সময় : ০৬:৩৫:১০ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭৬৫ বার পড়া হয়েছে
আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা সাদ কান্ধলবীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর হেদায়েত, ঐক্য, শান্তি, সমৃদ্ধি কামনা করা হয়। এছাড়া সব ধরনের গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন মুসল্লীরা।
টঙ্গীর তুরাগতীর—-মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহৎ জমায়েত বিশ্ব ইজতেমার শেষ পর্বে অংশ নিয়েছে দেশ বিদেশের লাখো মুসলমান।
এ পর্বের নেতৃত্ব দেন ভারতের মাওলানা সাদ কান্ধলভী। শেষ দিন সকালে ফজরের নামাজের পর আমবয়ানের করেন ভারতের মাওলানা মুফতি মাকসুদ। আর বাংলায় অনুবাদ করেন মাওলানা আবদুল্লাহ।
আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই ঢাকা ও আশপাশের লাখো মুসলমান ছুটে আসেন টঙ্গীর ইজতেমা মাঠের দিকে।
মোনাজাতের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ইজতেমা মাঠ ও আশপাশের এলাকা।
জায়গা না পেয়ে প্রধান সড়ক থেকে শুরু করে যে যেখানে পেরেছেন সেখানেই পাটি ও পেপার বিছিয়ে অবস্থান নেন।
সোয়া এগারোটায় শুরু হয় আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী।
লাখো মুসল্লির সঙ্গে মোনাজাতে অংশ নেন অসংখ্য নারী ও শিশু। আমীন আমীন ধ্বনিতে প্রকম্পিত পুরো এলাকা।
অশ্রুসিক্ত নয়নে সৃষ্টিকর্তার কাছে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ প্রার্থনা করেন তারা।
মোনাজাত শেষে নিজ গন্তব্যে ফিরছেন মুসল্লিরা।