আগস্টে আরো বাড়বে ডেঙ্গুর প্রকোপ : স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৮:২৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
- / ১৭৭৮ বার পড়া হয়েছে
সিটি কর্পোরেশন উদ্যোগী ভুমিকা না নিলে মশা নিয়ন্ত্রন সম্ভব নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।আগস্টে ডেঙ্গুর প্রকোপ আরো বাড়তে পারে জানিয়ে মন্ত্রী বলেন,ডেঙ্গু চিকিৎসায় হাসপাতালের শয্যা ও জনবল বাড়ানো হয়েছে।সকালে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে এক আলোচনা শেষে এ কথা বলেন তিনি। গেলো ২৪ ঘন্টায় ১২ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে সকালে রাজধানীর বঙ্গমাতা কনভেনশন হলে আলোচনা সভার আয়োজক স্বাস্থ্য মন্ত্রনালয়।
সভা শেষে সাম্প্রতিক ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
আগস্টে ডেঙ্গু আরো বাড়তে পারে জানিয়ে তিনি জানান, হাসপাতালের বেড ও জনবল বাড়ানো হয়েছে। পাশাপাশি টিকার ব্যবস্থা হলেই তা সরবরাহ করা হবে।
এদিকে দুপুরে ভার্চুয়াল ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক গেলো ২৪ ঘন্টার ডেঙ্গু পরিস্থিতি তুলে ধরেন।
ডেঙ্গু নিয়ন্ত্রনে সামাজিক সচেতনতা জরুরী বলেও জানান তিনি।