আগস্টে দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে
- আপডেট সময় : ০৯:৪৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
আগস্টে দেশে ডেঙ্গুর পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেবে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। ডেঙ্গু আক্রান্ত রোগীতে হিমশিম অবস্থা রাজধানীর সব হাসপাতালে। একই দশা দক্ষিণ ঢাকার মুগদা হাসপাতালের। ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু, ভর্তি হয়েছেন গড়ে ১২০ জন রোগী। ৫০০ শয্যা ছাড়িয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন শত শত রোগী। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুর চারটি সেরোটাইপের এ সংক্রমণের প্রাদুর্ভাব খুব সহজেই কমার সম্ভাবনা নেই। সামান্য জ্বর হলেই চিকিৎসা নেয়ার পরামর্শ দেন তারা।
ওয়ার্ডে জায়গা নেই সারিবদ্ধভাবে চলছে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা। মুগদা হাসপাতালের তৃতীয় তলায় নারী, অষ্টম তলায় শিশু এবং নবম ও দশম তলায় চলছে পুরুষ ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা।
যাত্রাবাড়ি, ধোলাইপাড়, দয়াগঞ্জ, খিলগাঁও, বাসাবো এলাকার বেশির ভাগ রোগী ভর্তি হচ্ছে দক্ষিণ ঢাকার এই হাসপাতালে। শরীর ব্যথা, বমি, দুর্বলতা সহ নানা লক্ষ্মণ নিয়ে চিকিৎসা নিচ্ছেন অনেকে।
হাসপাতালের পরিচালক ডা: নিয়াতুজ্জামান জানান, এখনো ডেঙ্গুর বিষয়ে মানুষ অনেক অসচেতন। দেরিতে চিকিৎসা নিতে এসে বিপত্তি বাড়ে।
বর্তমানে ডেঙ্গুর চারটি সেরোটাইপ-ই সক্রিয়। ফলে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা।সামান্য জ্বর হলেও পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের।
ডেঙ্গুর অতিরিক্ত চাপের কারণে অন্য বিভাগের চিকিৎসায় প্রভাব পড়ছে বলেও জানান তিনি।
সারাদেশে চলতি বছর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১১৭ জন ছাড়িয়েছে।