আগস্ট আসলে বিএনপি’র নাশকতা শুরু হয়ে যায় : মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
- আপডেট সময় : ০৭:৫৭:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
- / ১৯৫২ বার পড়া হয়েছে
আগস্ট আসলে বিএনপি’র নাশকতা শুরু হয়ে যায় বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। দুপুরে রাজধানীতে শোক দিবসের একই আলোচনায় অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পশ্চিমারা কথা বললে বিএনপি খুশি হয়, আর ভারত বললে হয় নারাজ। অন্যদিকে, কুষ্টিয়ায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপকারীদের নিয়ে বার্তা দিয়েছে ভারত।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর পল্টনে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপ।
এসময় ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, বঙ্গবন্ধু হত্যাকান্ডের সাথে জড়িতদের বাঁচাতে সব চেষ্টাই করেছেন জিয়াউর রহমান।
অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন,বিএনপি তাদের নেতাকর্মীদের হাতে অস্ত্র তুলে দিয়ে দেশের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে।
প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, দেশে উন্নয়ন অব্যাহত রাখতে বিএনপির নৈরাজ্য প্রতিহতের পাশাপাশি আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে।
এদিকে, কুষ্টিয়ায় এক আলোচনা সভায় যোগ দিয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপকারীদের নিয়ে বার্তা দিয়েছে ভারত।
আব্দুল আহাদ এসএটিভি ঢাকা।