আগস্ট মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস-এলপিজি’র নতুন দাম নির্ধারণ করা হবে আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
- / ১৮১৫ বার পড়া হয়েছে
আগস্ট মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস-এলপিজি’র নতুন দাম নির্ধারণ করা হবে আজ। বিকেল সাড়ে ৩টায় নতুন দাম ঘোষণা করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি। কারওয়ান বাজারে কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে নতুন দাম ঘোষণা করা হবে।
এর আগে গত জুলাই মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৭৪ টাকা থেকে কমিয়ে ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়। সে সময় দাম কমানো হয় ৭৫ টাকা। তার আগে জুনও ১২ কেজি সিলিন্ডারের দাম কমেছিল ১৫৯ টাকা। তবে সরকার দাম নির্ধারণ করে দিলেও ক্রেতাদের অভিযোগ, সরকার নির্ধারিত মূল্যে কখনোই এলপিজি কিনতে পারেন না তারা। আর ডিলার ও আমদানি সংশ্লিষ্টদের দাবি, আমদানিতে খরচ বেশি, সরকার-নির্ধারিত মূল্যে বিক্রি করা সম্ভব নয়।