আগস্ট মাসের মধ্যে ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যাওয়ার আশংকা : ল্যানসেট
- আপডেট সময় : ০৮:৫৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসের মৃত্যু দুই লাখ ৩৮ হাজারের মতো। আগামী আগস্ট মাসের মধ্যে এই সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যাওয়ার আশংকা করছে খ্যাতনামা মেডিকেল জার্নাল- ল্যানসেট।
শনিবার প্রকাশিত এক সম্পাদকীয় পর্যালোচনায় ভীতিকর এই তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের স্বাস্থ্য বিষয়ক গবেষণা সংস্থা ‘ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড এভাল্যুয়েশন- আইএইচএমই’র এক হিসেবে ওই পর্যালোচনা উদ্ধৃত করা হয়। এতে আরও বলা হয়, যদি সত্যিই বাস্তবে এই হিসাব মিলে যায়, তবে জাতীয় বিপর্যয়ের জন্য দায়ী হবে নরেন্দ্র মোদির সরকার। করোনার ক্ষেত্রে ভারতে প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যুর নতুন নতুন রেকর্ড হচ্ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে চার হাজার ১৮৭ জনের। একদিনে সংক্রমিত হয়েছেন চার লাখ এক হাজার মানুষ। যদিও আগের কয়েকদিনের তুলনায় সংক্রমণ সামান্য কমেছে।