আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন
- আপডেট সময় : ০৮:৪১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
নানা নাটকীয়তা শেষে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম দ্বিবার্ষিক নির্বাচন। এর আগে বুধবার শেষ হয় নির্বাচনী প্রচার-প্রচারণা। করোনার মাঝেও অনুষ্ঠেয় এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলেরই প্রতিশ্রুতি- জয়ী হলে শিল্পীদের কল্যাণে আরো বেশি কাজ করবেন।
চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাঞ্চন-নিপুণ ও মিশা-জায়েদ প্যানেলের ৪২ জন প্রার্থীসহ মোট ৪৪ জন। শেষ সময়ে ভোটারদের মন জয়ে ব্যস্ত দুই প্যানেলের প্রার্থীরাই।
নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী হলেও পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন দুই প্যানেলের নেতারাই।
এদিকে ইলিয়াস-নিপুণ প্যানেলের পরিচিতি পর্বে বিভিন্ন ফোন নম্বর থেকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ করেন চিত্রনায়ক রিয়াজ।
নির্বাচনের দিন ভোটার শিল্পী ও ভোট সংশ্লিষ্টরা ছাড়া আর কেউ এফডিসির ভেতরে ঢুকতে পারবেন না বলে জানান নির্বাচন কমিশনার।
শুক্রবার শিল্পী সমিতির এই নির্বাচনে ভোটার সংখ্যা ৪২৮ জন। আগামী ২ বছরের জন্য তারা নতুন নেতৃত্ব নির্বাচিত করবেন।