আগামীকাল ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলংকার দ্বিতীয় টি-টুয়েন্টি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলংকার দ্বিতীয় টি-টুয়েন্টি কাল। এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করার মিশন ক্যারিবিয়দের। বিপরীতে সিরিজ বাঁচাতে ঘুরে দাড়াতে মরিয়া লঙ্কানরা।
বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচ। প্রথম টি-টুয়েন্টিতে পাত্তাই পায়নি শ্রীলংকা। রেকর্ড গড়ার ম্যাচে ৪ উইকেটে আর ৪১ বল হাতে রেখে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। দনাঞ্জয়ার হ্যাটট্রিকের পর বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে কাইরন পোলার্ডের ছয় বলে ছয় ছক্কার রেকর্ড ছিলো এ ম্যাচে। অপরিবর্তিত একাদশ নিয়ে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। বিপরীতে ক্যারিবিয়দের বিপক্ষে হারের বৃত্ত ভাঙ্গে পরিবর্তন আসতে পারেন লঙ্কান একাদশে। উইন্ডিজের বিপক্ষে শেষ পাঁচে ম্যাচে জয় নেই শ্রীলংকারা। সিরিজের ফেরার পাশাপাশি হারের সেই আক্ষেপ ঘোচাতে চাইবে লঙ্কানরা।