আগামীকাল চট্টগ্রামে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের প্রথম টেস্ট
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
আগামীকাল চট্টগ্রামে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের প্রথম টেস্ট। এই ম্যাচ দিয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ছয় বছর পর ফিরছে টেস্ট ক্রিকেট।
চট্টগ্রাম টেস্টকে সামনে রেখে আজও অনুশীলনে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। দুপুর দেড়টা পর্যন্ত নিজেদের ঝালিয়ে নেবেন ক্রিকেটাররা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিকালে অনুশীলন করবে পাকিস্তান। ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন বিভাগেই অনুশীলন করবে সফরকারীরা। তবে ব্যাটিং আলাদা নজর পাকিস্তানের।এর আগে বুধবার সকালে প্র্যাকটিসে নেমে দীর্ঘক্ষণ নেটে ব্যাটিং অনুশীলন করেন বাবর আজম, আজহার আলীরা। ২৬ নভেম্বর প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। এই ম্যাচ দিয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ছয় বছর পর ফিরছে টেস্ট ক্রিকেট।