আগামীকাল থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ
- আপডেট সময় : ০২:৩৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
আগামীকাল থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। আরব আমিরাতে প্রথম প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের অধীনে ফিল্ডিং, ব্যাটিং ও বোলিংয়ে ঘাম ঝরিয়েছে টাইগাররা।
গতকাল অনুশীলনে নেমেছেন সাকিবরা। দলের সঙ্গে পরে যোগ দিয়েছেন ওপেনার এনামুল হক বিজয় ও পেসার তাসকিন আহমেদ। প্রথম আউটডোর সেশনে শিষ্যদের সাথে ভালো সময় কাটিয়েছেন শ্রীরাম। জানান, দলকে ভালোভাবে বোঝার জন্য আরও বেশ কিছু অনুশীলনের সেশন দরকার। শ্রীধরন আরো বলেন, ক্রিকেটারদের পারদর্শিতা বাড়াতে করণীয় সব কিছুই করা হবে। এবারের আসর ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের যাত্রা শুরু করবে টাইগাররা।
এদিকে, ইনজুরি থেকে সেরে উঠছেন নুরুল হাসান সোহান ও লিটন কুমার দাস। এশিয়া কাপ মিস করলেও নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের আগেই সুস্থ হয়ে উঠবেন এই দুই ক্রিকেটার। এসএটিভিকে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। ইনজুরিতে বেশি দিন মাঠের বাইরে থাকতে হচ্ছে না হাসান মাহমুদকেও। এদিকে, শঙ্কা থাকলেও এশিয়া কাপে মোস্তাফিজের খেলতে বাধা নেই বলে জানান বিসিবি চিকিৎসক।
যেন শুরুর আগেই শেষের গল্প। ক্রিকেটার নুরুল হাসান সোহানের অবস্থাটা এমনই। নতুন অধিনায়ক হিসেবে জিম্বাবুয়ে সফরে গিয়েছিলেন সোহান। তবে ইনজুরির কাছে হার মেনে মাঝপথেই ফিরে আসতে হয়েছে। সিঙ্গাপুরে অস্ত্রোপচার শেষে দেশে ফিরেছেন, এশিয়া কাপের স্কোয়াডে জায়গাও হয়েছিলো তার। তবে শঙ্কা সত্যি করে ছিটকে গেছেন ঠিকই।
ইনজুরিতে আপাতত ক্রিকেট থেকে দূরে থাকতে হচ্ছে। তবে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের আগেই ফিট হয়ে উঠবেন সোহান আশাবাদী বিসিবি চিকিৎসক।
একই পরিনতি লিটন কুমার দাসের, তবে, দ্রুতই সেরে ওঠছেন এলকেডি। কিছুদিনের মধ্যেই স্কিল ট্রেনিংয়ে ফিরবেন ডান হাতি ওপেনার।
হাসান-লিটনের মতো দুর্ভাগ্য হাসান মাহমুদের। অনুশীলনে চোট পেয়ে এশিয়া কাপের স্বপ্ন ভেঙেছে ডান হাতি পেসারের। তবে খুব বেশিদিন মাঠের বাইরে থাকতে হচ্ছে না তাকেও।
দেশে অনুশীলন কিংবা প্রস্তুতি ম্যাচ কোথাও দেখা যায়নি মোস্তাফিজুর রহমানকে। কাটার মাস্টারকে নিয়ে কোন ঝুঁকি নিতে চায়নি বিসিবি। তবে, শঙ্কা থাকলেও এশিয়া কাপে খেলতে বাধা নেই মোস্তফিজের।